নির্বাচন কমিশন একদলীয় শাসন প্রতিষ্ঠায় সহায়তা করছেঃ ফখরুল
- আপডেট সময় : ০২:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
পরবর্তী নির্বাচনকে কমিশনবিহীন করতে নিজেদের ক্ষমতাকে খর্ব করতে গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনীর প্রস্তাব দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী আইন সংশোধনী প্রস্তাব ও স্থানীয় সকার নির্বাচনী আইন ২০২০ প্রনয়নে কমিশনের উদ্যোগের প্রতিবাদ ও প্রত্যাখানও করেছেন তিনি। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। নির্বাচন কমিশন নিজের ওপর অর্পিত ক্ষমতা সরকারের হাতে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠার সহায়তার অভিযোগ করেন তিনি।
করোনার সময়ে নির্বাচন কমিশন “গণপ্রতিনিধিত্ব সংশোধন আইন ২০২০” প্রনয়নের উদ্যোগের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফলরুল ইসলাম আলগমীর। এ সময় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধনে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের নতুন নিয়মের প্রতিবাদ জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কমিশন নিজের ক্ষমতাকে খর্ব করে হটকারি প্রতিষ্ঠানে পরিনত হয়েছে । তিনি বলেন, ন্যায় বিচার পাওয়া যাবে না বলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আইনের দ্বারস্থ হচ্ছে না বিএনপি।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন কমিশন গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।