চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় দোকান কর্মচারি খুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক দোকান কর্মচারিকে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বুধবার সন্ধ্যা ৬ টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে ধারালো অস্ত্র পেটে ঢুকিয়ে তরিকুল নামে ওই যুবককে হত্যা করে করে পালিয়ে যায় রিফাত নামে এক যুবক। পুলিশ জানায়, সরোজগঞ্জ বাজারে গৌতম স্টোর ও সাহা স্টোরের দুই কর্মচারী তরিকুল ও রিফাত ঘটনার সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পর রিফাত দোকান থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে তরিকুলের পেটে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তরিকুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রিফাতকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।























