বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ২১ পদের ৪৯টি মনোনয়নপত্র সংগ্রহকারী সবাই জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সভাপতি কাজী সালাহ্ উদ্দিন ও সালাম মুর্শেদীর নেত্বতাধীন প্যানেল। সালাহ্ উদ্দিনের প্রতিদ্বন্দ্বি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সফিকুল ইসলাম মানিক ও বাদল রায়। সভাপতি প্রার্থী সফিকুল ইসলাম মানিক নিজে এবং বাদল রায়ের পক্ষে তার ম্যানেজার প্রদীপ সরকার মনোনয়ন দাখিল করেন। সিনিয়র সহসভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম ও সহসভাপতি প্রার্থী সবাই মনোয়ানপত্র দাখিল করেছেন। ১২ সেপ্টেম্বর প্রত্যাহরের শেষ দিনে কেউ সরে না দাড়ালে ৩ অক্টোবর ভোটের লড়াইয়ে থাকছেন সবাই। এদিকে,কাজী সালাহ্ উদ্দিন প্যানেল ও সভাপতি প্রার্থী সফিকুল ইসলাম মানিক জয়ের ব্যাপারে আশাবাদী।




















