ইউএনও ওয়াহিদা খানমের গৃহকর্মী আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী জোবাইদা বেগমকে আটক করেছে পুলিশ।
গেল রাতে অভিযান চালিয়ে জোবাইদা বেগমকে আটক করে পুলিশ। জোবাইদা বেগম ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী। তার গ্রামের বাড়ি জেলার ফুলবাড়িতে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। একই সঙ্গে পুলিশের সিআইডির ফরেনসিক বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ইউএনওর ওপর হামলার ঘটনার সময় অপরাধীদের ব্যবহৃত লাল শার্ট, প্লাস্টিকের লাঠি ও পিপিই জব্দ করেছে পুলিশ।