রাজবাড়ীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে সংবাদ সম্মেলন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
রাজবাড়ীর কালুখালি উপজেলায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করে গণআন্দোলন গড়ে তোলার লক্ষে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলার ৭টি ইউনিয়নে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে স্থানীয় আওয়ামী লীগ ও এলাকাবাসী। এছাড়া মাজবাড়ীর বেতবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধার সন্তান রবিউল হত্যার তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দুষ্টান্তমূলক শাস্তি এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, কালুখালি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিমুজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতিউর রহমান নবাব, সাধারন সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ব্যুরো, সাধারণ সম্পাদক এএফএম সফিউদ্দিন আহমেদ পাতা।