চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
গেলরাতে তেলকুপি লম্বাপাড়া গ্রামের রফিকুল ইলামের ছেলে বাদশা নিহত হয় বলে নিশ্চিত করেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হক। বাদশা তেলকুপ বিজিবি বিওপির বিপরীতে স্বশানী ক্যাম্পের সদস্যদের গুলিতে মারা যায়। সকালে বাদশার মরদেহ ভারতের কাঁটাতারের বাইরে বাংলাদেশ সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত বাদশার মরদেহ বর্তমানে ভারতীয় ভূখন্ডে বিএসএফের হেফাজতে রয়েছে। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান জানান, তেলকূপি সীমান্তে গেলরাতে ২ রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। তবে মরদেহটি ভারতীয় ভূ-খন্ডে থাকায় নিশ্চিত হওয়া যাচ্ছেনা সেটি বাংলাদেশি নাগরিকের কিনা। এ বিষয়ে বিএসএফের কাছে জানতে চেয়ে চিঠি পাঠানোর কথাও জানান তিনি।