পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন ইয়ান বেল

- আপডেট সময় : ১০:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বললেন ইংল্যান্ডের সাবেক মিডলঅর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। চলতি মৌসুম শেষ হলেই অবসরে যাবেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
এক টুইটার বার্তায় অবসরের বিষয়টি নিজেই নিশ্চিত করেন বেল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে সবশেষ মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে। একই বছর আফগানিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। দীর্ঘ সময় জাতীয় দলে দেখা না গেলেও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন বেল। সম্প্রতি ওয়ারউইকশায়ারের সঙ্গে ২০ মাসের চুক্তি করেও, মাত্র দু’মাস পর অবসরের ঘোষণা দিলেন এই ক্রিকেটার। ১৯৯৯ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় বেলের। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১১টি ম্যাচে রান করেছেন ২০ হাজার ৩০০। এছাড়া জাতীয় দলের জার্সিতে টেস্টে ও ওয়ানডে মিলে ২৭৯ ম্যাচে ১৩ হাজার ১৪৩ রান করেছেন ইয়ান বেল।