বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের প্রতিকৃতিতে ইট ও জুতা নিক্ষেপ, সম্পত্তি বাজেয়াপ্তের দাবি
- আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
- / ১৬১৩ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে এলাকাবাসী।উপজেলার দশপাড়া গ্রামে তার বাড়ি ঘেরাও করে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। এসময় মোশতাকের প্রতিকৃতিতে ইট ও জুতা নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের বাড়ি, কুমিল্লার দাউদকান্দি থেকে অপসারণ ও তার সব সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানিয়েছে, স্থানীয়রা। তার কবর তুলে নেয়ার মাধ্যমে এলাকাটিকে কলঙ্ক মুক্ত করার কথাও বলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে।
প্রতিবছর শোকের মাস এলে এ দাবিতে দাউদকান্দিবাসী সোচ্চার থাকে বলে জানান, উপজেলা চেযারম্যান।
বঙ্গবন্ধু খুনের মাস্টারমাইন্ড খন্দকার মোশতাকের মরণোত্তর বিচারের দাবিও জানায়, এলাকাবাসী।




















