গাংনী পৌর মেয়রকে দেয়া ঘুষের ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে আমরণ অনশন মা ও মেয়ের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনী পৌর মেয়রকে দেয়া ঘুষের ১৫ লাখ টাকা ফেরতের দাবিতে আবারো আমরণ অনশনে বসেছেন মৌমিতা খাতুন পলি ও তার মা।
মঙ্গলবার সকাল থেকে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনশনে বসেছেন তারা। মৌমিতা খাতুন পলি গাংনী পৌর এলাকার শিশিরপাড়া গ্রামের শাহাবুদ্দিন ওরফে বাহাদুরের মেয়ে জনৈক মোমিনের স্ত্রী। গাংনী পৌরসভায় সহকারী কর আদায়কারী পদে চাকরী পাওয়ার জন্য পৌর মেয়র আশরাফুল ইসলামের সাথে ১৫ লাখ টাকায় চুক্তি করেন মৌমিতা খাতুন পলি। পরে জমি বন্ধক রেখে, ধারদেনাসহ বিভিন্ন এনজিও এর কাছ থেকে টাকা নিয়ে মেয়রকে দিয়েছেন তিনি। কিন্তু মেয়র চাকুরি না দিয়ে বিভিন্ন টালবাহনা করলে টাকা আদায়ের জন্য মা ও মেয়ে শহীদ মিনার চত্বরে অনশন করছে।