প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:৩১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।
জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও রয়েছে জাতীয় পতাকা অর্ধনমিত। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রণব মুখার্জি মারা যান।






















