বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে আদালতে তোলা হতে পারে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মেজর সিনহা হত্যাকাণ্ডে অভিযুক্ত অন্যতম প্রধান আসামী টেকনাফ মডেল থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে আদালতে তোলা হতে পারে আজ। চতুর্থ দফায় একদিনের রিমান্ডে তিনি এখনো রেবের হেফাজতে রয়েছেন।
এর আগে আদালতে স্বীকারুক্তিমুলক জবানবন্দি দেয়ায় একই মামলার প্রধান আসামী বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলী ও সাব-ইন্সপেক্টর নন্দদুলালকে জেলা কারাগারে প্রেরণ করেন আদালত। এদিকে আজ যেকোন সময় ওসি প্রদীপকে আদালতে আনা হবে বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা রেব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম। তবে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিবেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।