নদী ভাঙ্গনে নি:স্ব লৌহজং উপজেলার হাজারো পরিবার

- আপডেট সময় : ০২:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে বন্যার পানি কমলেও, দুর্ভোগ পিছু ছাড়ছেনা বানভাসীদের। পদ্মায় পানি কমার সাথে সাথেই লৌহজং উপজেলার নদী পাড়ের হাজারো পরিবার ভাঙ্গন আতংকে নির্ঘুম রাত কাটাচ্ছে। ইতিমধ্যে রাক্ষুসে পদ্মা কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের ভিটেমাটি।
গত ১১ বছরে ফাহিমা–শাহ আলম দম্পতি নদী ভাঙ্গনে নি:স্ব অনেক পরিবার দেখেছে। এ বছর ভাঙ্গন এসে ঠেকেছে তাদের ঘরের কাছে। এরই মধ্যে গাছপালা ও বসতবাড়ির কিছু অংশ নদী গর্ভে চলে গেছে। নদীর গর্জনে নির্ঘুম রাত কাটছে পরিবারটির। শুধু এই পরিবারই নয়, পদ্মা পাড়ে সবার অবস্থাই একইরকম। ইতিমধ্যে কুমারভোগের দক্ষিন হলদিয়া মসজিদের বিশাল অংশ, শিমুলিয়া তিন নম্বর রোরো, ও চার নম্বর ফেরী ঘাট এবং পদ্মা সেতুর ইয়ার্ডের একাংশ নদী গর্ভে চলে গেছে।
প্রতি বছর সরকারি লোকজন ও জনপ্রতিনিধিরা দেখতে এলেও, ভাঙ্গনরোধে স্থায়ী কোনো ব্যবস্থা নেয়া হয় না বলে অভিযোগ করেছে, ভুক্তভোগীরা। প্রকল্প বাস্তবায়িত হলে লৌহজং উপজেলা সর্ম্পন্নভাবে নদী ভাঙ্গন মুক্ত হবে বলে জানান, এই কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে পদ্মা পাড়ের মানুষ