বিভিন্ন দাবিতে ময়মনসিংহ, মাদারীপুর, মৌলভীবাজার ও বাগেরহাটে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
বিভিন্ন দাবিতে ময়মনসিংহ, মাদারীপুর, মৌলভীবাজার ও বাগেরহাটে মানববন্ধন হয়েছে।
চট্টগ্রামে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের উপর বাঁশখালী আসনের এমপি’র সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। নগরীর গাঙ্গিনারপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে অংশ নেন এলাকার নারী-পুরুষসহ ৫ শতাধিক মানুষ।
সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানীমূলক এবং ধর্মীয় ও জাতিগত বিদ্ধেষমূলক তথ্য প্রচারের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। শহরের চৌমুহনা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করে জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখা।
কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেয়ার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোটের জেলা শাখা।






















