থেমে থেমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলছে লঞ্চ ও ফেরি
- আপডেট সময় : ০৪:১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
তীব্র স্রোত আর নাব্য সংকটে থেমে থেমে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে চলছে লঞ্চ ও ফেরি । অন্যদিকে, সবচে ব্যস্ত ঘাট পাটুরিয়া- দৌলতদিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, সীমিত আকারে চলছে পারাপারের জন্য ব্যবহৃত লঞ্চগুলো।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পদ্মার উত্তাল ঢেউ আর বৈরি আবহাওয়ার কারণে লঞ্চ পারাপার বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। তবে শুক্রবার হওয়ায় যাত্রীর চাপ কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে দেখা দিয়েছে যানজট। পাটুরিয়া লঞ্চ ঘাট সমিতির ব্যবস্থাপক পান্না লাল নন্দী বলেন, এ নৌরুটে ফেরী চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ-রুটের লঞ্চ ও সি-বোট চলাচল স্বাভাবিক রয়েছে। এ নৌ- রুটের নিয়মিত বহরে চলাচল করছে ১১টি ফেরি। ঐ ঘাটগুলোতে ১১টি ফেরি নিয়মিত চলাচল করে। এছাড়া দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।






















