কুড়িগ্রামে দীর্ঘ বন্যায় ভেঙ্গে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা
- আপডেট সময় : ০১:৩৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে দীর্ঘ বন্যায় কাঁচা-পাকা সড়ক ও ব্রীজ-কালভার্ট বিদ্ধস্ত হওয়ায় ভেঙ্গে পড়েছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা। এ অবস্থায় চরম দুর্ভোগে পড়েছে চরাঞ্চলসহ বন্যা দুর্গত এলাকার পাঁচ লক্ষাধিক মানুষ। সব খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ সমন্বয়ের মাধ্যমে সংস্কারের উদ্যোগ নেয়া হবে বলে জানান, জেলা প্রশাসক।
দেড় মাসের দীর্ঘ বন্যায় প্লাবিত হয়ে পড়ে কুড়িগ্রামের বেশিরভাগ এলাকা। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে ১১৪৫ কিলোমিটার কাঁচা ও ১৯১ কিলোমিটার পাকা সড়ক, ৬৩টি ব্রীজ, ১৮১টি কালভার্ট এবং ১৩৭ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যার পানি নেমে গেলেও, দুর্ভোগ থেকে রেহাই পায়নি এসব এলাকার মানুষ।
হাট-বাজার, অফিস-আদালত ও হাসপাতালে যেতে এবং মালামাল পরিবহনেও সমস্যায় পড়ছেন তারা।সব খাতের ক্ষয়ক্ষতির পরিমাণ সমন্বয় করে, ক্ষতিগ্রস্থ স্থাপনার সংস্কার ও মেরামতের উদ্যোগ নেয়া হবে বলে জানান, জেলা প্রশাসক। শিগশিগরই বন্যা কবলিত এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে, পদক্ষেপ নেয়ার দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।






















