আগামী জুনেও শেষ হচ্ছে না পদ্মা সেতুর নির্মাণ কাজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৬৪২ বার পড়া হয়েছে
করোনা মহামারির কারণে আগামী জুনেও শেষ হচ্ছে না পদ্মা সেতুর নির্মাণ কাজ। তবে ২০২২ সালের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকশেষে তিনি এ কথা বলেন। সেতু নির্মাণকাজ শেষ হতে সময় বেশি লাগার জন্য পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতু ও নদীশাসন কাজ তদারকির জন্য পরামর্শক সংস্থার মেয়াদ আরও ৩৪ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। এজন্য সরকারের বাড়তি ব্যয় হবে ৩৪৮ কোটি টাকা। প্রকল্প ব্যয়ে এটা আগেই ধরা থাকায় সেখান থেকেই সমন্বয় করা হবে বলে জানান তিনি।’