বিরোধিতার মুখেও রাজনৈতিক দলের নিবন্ধন আইনের খসড়ার অনুমোদন দিলো নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বিরোধিতা ও বিতর্কের মুখে স্থানীয় সরকারের বিভিন্ন স্তর ও পদ-পদবির নাম পরিবর্তনসহ গণপ্রতিনিধিত্ব আদেশের বিশেষ অংশ নিয়ে নতুন আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। পরে ইসি সচিব মোহাম্মদ আলমগীর সাংবাদিকদের বলেন, সার্বিক দিক পর্যালোচনায় সংযোজন-বিয়োজন করে কিছু নির্দেশনাসহ খসড়া আইনের অনুমোদন দিয়েছে কমিশন। আগামী সপ্তাহের মধ্যেই সংযোজন-বিয়োজন করে তা কমিশনারদের কাছে উপস্থাপন করা হবে। কমিশন দেখার পর পরবর্তী পদক্ষেপের জন্য সরকারের কাছে পাঠানো হবে। এর আগে সভায় প্রস্তাবিত ‘রাজনৈতিক দল নিবন্ধন আইনের’ বিরোধিতা করে ‘নোট অব ডিসেন্ট’ দেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।
















