বীর উত্তম সিআর দত্তের মৃত্যুতে শোক প্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
- / ১৬০৬ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত, বীর উত্তম আর নেই। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিআর দত্ত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। অ্যাডভোকেট দীপংকর ঘোষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত ২০ আগস্ট পড়ে তার পা ভেঙে যায়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে আজ সকাল সাড়ে ৯টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রয়াত সি আর দত্তের মরদেহ দেশে আনার ব্যবস্থা হচ্ছে। সি আর দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান আর্মিতে অফিসার পদে যোগ দেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নম্বর সেক্টরে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদ থেকে অবসরে যান। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর তিন সন্তানই যুক্তরাষ্ট্রপ্রবাসী।




















