আজ ২৪ আগষ্ট দিনাজপুরের ইয়াসমিন ট্র্যাজেডির ২৫ বছর
- আপডেট সময় : ০১:৪৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আজ ২৪ আগষ্ট দিনাজপুরের ইয়াসমিন ট্র্যাজেডির ২৫ বছর। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদের প্রতীক হিসেবে দিনটিকে ‘জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষনা করে সরকার। সংশ্লিষ্টরা বলছে, বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে না পারলে নারীর প্রতি সহিংসতা কমবে না।
১৯৯৫ সালের এই দিনে কতিপয় বিপথগামী পুলিশ ধর্ষণ ও হত্যা করে কিশোরী ইয়াসমিনকে। প্রতিবাদে সেদিন বিক্ষোভে ফেটে পড়ে দিনাজপুরের সব শ্রেনি-পেশার মানুষ। বিক্ষুব্ধ জনতার উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় সাত জন। দিনটি এখন পালিত হচ্ছে “নারী নির্যাতন প্রতিরোধ দিবস” হিসেবে।
এই স্কুল ভবনেই ন্যাক্কারজনক সেই ঘটনা ঘটেয়েছিল কয়েকজন পুলিশ। সে দিনের কথা তুলে ধরেন, স্থানীয় এই বাসিন্দা।
ইয়াসমিনের আত্মাহুতিও কমাতে পারেনি দিনাজপুরে নারী নির্যাতনের চিত্র। এই করোনাকালেও, গত পাঁচ মাসে জেলায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে তিন হাজার ২১৫টি। কাজ হারিয়েছে অনেক মহিলা শ্রমিক।
বিচারহীনতার কারণে নারী নির্যাতন বাড়ছে। এ অবস্থা চলতে থাকলে, অসন্তোষ একদিন বিদ্রোহে রুপ নেবে বলে মনে করে, আন্দোলনকারীরা। নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মনে করেন, স্থানীয় সংসদ সদস্য। ইয়াসমিন হত্যার দায়ে তিন পুলিশ সদস্যের ফাঁসি হয়। বিক্ষোভকারিদের ওপরে গুলি চালানোর অভিযোগে তৎকালীন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে করা দুটি মামলা, দিনাজপুর বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।















