সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করে হত্যার অভিযোগ স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে

- আপডেট সময় : ০৭:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচর উপজেলার চরসামাইল গ্রামে সাত মাসের অন্তসত্ত্বা স্ত্রী খুরশিদা বেগমকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।
শিবচর ইউনিয়নের চরসামাইল গ্রামের মোসলেম মৃধার ছেলে আব্বাস আলীর সাথে ১২ বছর আগে বিয়ে হয় গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের মেয়ে খুরশিদা বেগমের সাথে। দু’বছর ধরে খুরশিদার পরিবারের কাছে চাকুরীর জন্য টাকা চেয়ে আসছিল স্বামী আব্বাস মৃধা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে খুরশিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবারের অভিযোগ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটিয়ে খুরশিদার বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে, সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। টাকা ও গহনার জন্য স্ত্রী দোলেনা খাতুনকে মারধর এবং বাড়ির লোকজনদের দিয়ে চাপ সৃষ্টি করতো স্বামী মামুন। এ অবস্থায় শুক্রবার দোলেনা খাতুনকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পেয়ে পুলিশ এসে রাতে মরদেহ উদ্ধার করে।