শরীয়তপুরের গোসাইরহাটে নিম্নমানের সোলার ল্যাম্প ও হোমস্টিক সরবরাহের অভিযোগ

- আপডেট সময় : ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
শরীয়তপুরের গোসাইরহাটে নিম্নমানের সোলার ল্যাম্প ও হোমস্টিক সরবরাহের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান- নুসরা। উপজেলা পিআইও অফিসে এ ব্যাপারে অভিযোগের সুযোগ রয়েছে। তবে, এভাবে নিম্নমানের সোলার প্যানেলের নামে সরকারের কোটি কোটি টাকা অপচয় বন্ধের দাবি জানিয়েছে, সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার কাজ চলছে শরীয়তপুরে। জেলার গোসাইর হাটের বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ২০১৭-১৮ অর্থ বছর থেকে তিনবছর মেয়াদে রাস্তায় ল্যাম্পপোষ্ট ও বিভিন্ন অফিসে হোমস্টিক সরবরাহ চলছে। প্রতিবছর কমপক্ষে দু’কোটি টাকার মালামাল সরবরাহ করে থাকে। কিন্তু, বেশিরভাগ মালামালই সরবরাহের এক মাসের মধ্যে নষ্ট হয়ে গেছে। অধিকাংশ ল্যাম্পপোষ্টে বাতি জ্বলেনা। সরবরাহকারী প্রতিষ্ঠান ‘নুসরা’ নিম্নমানের মালামাল দিয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
গোসাইর হাট উপজেলা নুসরার ম্যানেজার আলম হোসেন বলেন, তার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে ইটকল প্রতিষ্ঠানের লোকজন তদারকি করে থাকে। তাছাড়া, উপজেলা পিআইও অফিসে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের অভিযোগের সুযোগ রয়েছে বলে জানান, তিনি।