আফগানিস্তান ক্রিকেট বোর্ডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
আফগানিস্তান ক্রিকেট বোর্ডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দেশটির সাবেক এই অধিনায়ককে বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এক বিবৃতিতে নবিসহ নতুন আরো তিনজন বোর্ড সদস্যের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সক্রিয় খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেট বোর্ডে যুক্ত হওয়া প্রথম ব্যক্তি মনে করা হচ্ছে মোহাম্মদ নবীকে। গেলো বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে এই সংস্করণ থেকে অবসর নেন নবী। তবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও দেশের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়া অন্য তিনজন হলেন দেশটির বর্তমান মহিলা বিষয়ক মন্ত্রী হাসিনা সাফি, সংসদ সদস্য রোহুল্লাহ খানজাদা ও আফগানিস্তানের প্রথম উপ-রাষ্ট্রপতির সিনিয়র উপদেষ্টা হারুন মীর। আফগান ক্রিকেট বোর্ডের মোট সদস্য সংখ্যা এখন নয়জন।