উয়েফা ইউরোপা লিগের ফাইনাল আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
উয়েফা ইউরোপা লিগের ফাইনাল আজ। যেখানে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন সেভিয়া’র বিপক্ষে মাঠে নামবে দূরন্ত ফর্মে থাকা ইন্টার মিলান। জার্মানির কোলনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
উলভার হাম্পটন ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংলিশ লিগে চমক দেখানো দলগুলোকে বিদায় করে ফাইনালে ইউরোপা লিগ স্পেশালিস্ট সেভিয়া। যে কোন কম্পিটিশনে শেষ বিশ ম্যাচ ধরে অপরাজেও স্প্যানিশ ক্লাবটি। সমৃদ্ধ ইতিহাসও অনুপ্রেরণা হয়েছে আসরের সফলতম দল সেভিয়ার। ফাইনালতো বটেই, ইউরোপা লিগের নকআউট পর্বে কখনোই হারেনি লস পালাঙ্গানাসরা। একমাত্র দল হিসেবে হ্যাটট্রিক শিরোপা জয়ের কীর্তি শুধুই এই দলটার। অন্যদিকে, সাম্প্রতিক ফর্মের বিচারে এই ম্যাচে ফেভারিট ইন্টার মিলান। যদিও অতীত পরিসংখ্যান নয়, ফাইনালের মহারণেই মনোযোগ দু’দলের।
















