রাষ্ট্রীয় সফরে হঠাৎ ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
দু’দিনের রাষ্ট্রীয় সফরে হঠাৎ ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সকালে ভারতের একটি বিশেষ বিমানে বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে এসে পৌঁছান তিনি। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের।
করোনা প্রাদুর্ভাব মোকাবিলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেবেন তিনি। এছাড়াও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হর্ষবর্ধন শ্রিংলা। এতে করোনার ভ্যাকসন ইস্যুসহ দু’ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। তবে এটা ঝটিকা সফর নয় বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এরআগে চলতি বছরের মার্চে মুজিব-বর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে আলোচনা করতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব।