নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জন্ম জয়ন্তী উৎযাপন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসের কারনে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১তম জন্ম জয়ন্তী এবার সীমিত পরিসরে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
সকালে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের আয়োজনে বের করা হয় রেলী। রেলীতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অংশ নেয় ঢাকা থিয়েটারের কর্নধার নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ নাট্য অনুরাগীরা। পুরাতন কলা ভবন থেকে বের করা রেলীটি গুণী এই ব্যক্তির সমাধিস্থলে পৌঁছে তার সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয়। ১৯৪৯ সালের ১৮ই আগষ্ট ফেনীর সোনাগাজি উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুনি এই নাট্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন।