আগামী ৩ অক্টোবর বহুল আলোচিত বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। এরইমধ্যে ১৩৯ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বাফুফে। তালিকা প্রকাশের পরই বেধেছে বিপত্তি।
বেশ কিছু অনিয়ম রেখেই এবারের ভোটার তালিকা প্রকাশ করেছে ফুটবল ফেডারেশন-এমন অভিযোগ এনেছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার মো. রুহুল আমিন। ভোটার তালিকার অনিয়ম শুধরানো না হলে ফিফা ও এএফসির কাছে নালিশ করবেন ও বলে জানান এ ক্রীড়া সংগঠক। আজ এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তরফদার রুহুল আমিন।
















