ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও সেভিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ জায়ান্ট সেভিয়া। জার্মানির রেইন এনার্জি স্টেডিওনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
প্রিমিয়ার লিগে মৌসুমটা তেমন ভালো কাটেনি ম্যানইউর। তবে, ইউরোপা লিগে দারুন উজ্জ্বীবিদ ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে কোপেনহাগেনকে ০-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে সুলশার বাহিনী। সেই ধারা সেমির মঞ্চেও ধরে রাখতে চায় ম্যানইউ। অন্যদিকে উলভারহামম্পটনকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা সেভিয়া–তৈরী সব হিসেব পাল্টে দিতে। টানা ১৯ ম্যাচ অপরাজিত লোপেতেগুয়ি শিষ্যরা।ইউরোপা লিগের ফর্মটা আরও অনবদ্য ৫ বারের চ্যাম্পিয়নদের। ৫টি সেমিফাইনাল খেলে সবকটিতেই জিতেছে তারা। আর সেই ৫ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া।