করোনাভাইরাসের ৩টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে ভারতে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৭০৫ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশে করোনাভাইরাসের ৩টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পরীক্ষা চলছে। এসব পরীক্ষা সফল হলে এবং বিজ্ঞানীদের কাছ থেকে অনুমোদন পেলে দ্রুতই তা উৎপাদন শুরু করা হবে।
শনিবার লালকেল্লা থেকে দেয়া ভাষণে মোদি আরও জানান, প্রত্যেক ভারতীয়ের জন্য এ ভ্যাকসিন সহজলভ্য করতে এরই মধ্যে রোডম্যাপ প্রস্তুত করা হয়েছে। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঐতিহাসিক লালকেল্লা থেকে ভাষণ দেন মোদি। এ নিয়ে লালকেল্লা থেকে তিনি সপ্তমবারের মতো ভাষণ দিলেও, এ বছরের পরিস্থিতি অন্যবারের চেয়ে ভিন্ন। করোনা পরিস্থিতিতে খুব কম সংখ্যক অতিথিদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি উদযাপন করা হয়। ভাষণে মোদি আরও ঘোষণা করেন, ভারতে শিগগিরই একটি জাতীয় ডিজিটাল হেলথ মিশন ঘোষণা করা হবে, যার মাধ্যমে প্রতিটি নাগরিক একটি স্বাস্থ্য আইডি ও প্রয়োজনীয় সেবা পাবেন।
















