বঙ্গবন্ধু জাতির জনক, তিনি কোন দলের ব্যক্তিগত সম্পদ নয়

- আপডেট সময় : ০১:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু জাতির জনক, তিনি কোন দলের ব্যক্তিগত সম্পদ নয়। এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সকালে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আয়োজিত দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের জাতীয় জীবনে রোল মডেল, সবার উচিত তাঁর জীবনীপাঠ করা। পাশাপাশি তিনি আরো বলেন, অন্যায়ের প্রতি বঙ্গবন্ধু ছিলেন বজ্রকণ্ঠ এবং দেশের প্রতি তার ভালবাসা ও আত্মত্যাগের কারণেই তিনি সাড়ে সাত কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলো, এনেছিলেন স্বাধীনতা। ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শ ও দেশের প্রতি ভালবাসার দৃষ্ট্রান্ত অনুসরণ করার মধ্য দিয়েই জাতির জনকের বিদেহী আত্মার প্রতি সত্যিকারের শ্রদ্ধা নিবেদন সম্ভব বলেও মত দেন তারা । অনুষ্ঠানে জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন বাবলুসহ দলের শীর্ষ নেতারা।