সিরাজগঞ্জ ও ঝিনাইদহে ৩ জনের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৭:২৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও ঝিনাইদহে ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের তাড়াশের দেশিগ্রাম ইউনিয়নের খিরশীন গ্রামের একটি পরিত্যাক্ত বাড়ীর ঘর থেকে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পরিত্যাক্ত বাড়ীর একটি ঘরের ভেতর থেকে গন্ধ বেড় হলে স্থানীয়রা ওই ঘরে ঢুকে মরদেহটির সন্ধান পায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কোটচাঁদপুরের রাজাপুর আল-হেরা হাফেজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের ২ ছাত্র চঞ্চল ও মিশন হোসেন বৃহস্পতিবার পাশের পুকুরে গোসল করতে যায়। অন্যরা ফিরে এলেও চঞ্চল ও মিশন নিখোঁজ ছিল। সন্ধ্যায় মাদ্রাসায় ফিরে না গেলে রাতভর পুকুর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করা হয়। পরে সকালে ওই পুকুরের মিশনের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মিশন ও চঞ্চলের মরদেহ উদ্ধার করে।