সাভার পৌরসভার বন্যা দূর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সাভার পৌরসভার বন্যা দূর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা কবলিত এলাকায় হতদরিদ্র এসব বানভাসী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গনি খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় চাল, তেল, আলু, মুড়ি ও আটাসহ বিভিন্ন ধরণের খাদ্য সামগ্রী ৩শ’ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া বন্যা পরবর্তী বানভাসী মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে হ্যান্ডস্যানিটাইজার, মাস্কসহ বিভিন্ন ঔষধ বিতরণ করা হয়। পৌর মেয়র জানান, আগামীতেও বানভাসীমানুষের মাঝে এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।