সিনহা নিহতের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ৭ জন কারাগার থেকে রিমান্ডে

- আপডেট সময় : ০৩:৩৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৮১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ৭ জনকে কারাগার থেকে রিমান্ডে নিয়ে গেছে রেব। এদের মধ্যে তিনজন পুলিশের করা মামলার সাক্ষি অপর চারজন পুলিশ সদস্য।
সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের নিয়ে যায় তদন্তকারী সংস্থার একটি দল। এর আগে সকাল ৯টার দিকে কালো গ্লাসের দু’টি খালি মাইক্রোবাস নিয়ে কারা ফটকে প্রবেশ করে রেবের প্রায় ১৫ সদস্যের একটি বহর। আনুমানিক দুই ঘন্টা পর কারাগারের নিয়মশৃংখলা মেনে ব্যাপক নিরাপত্তা বেষ্টনির মধ্যদিয়ে ৭ জনকে রেব-১৫ এর প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বুধবার বিকেলে পুলিশ সদস্য এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, পুলিশের মামলার তিন সাক্ষি বাহারছড়া মারিশবনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, মোহাম্মদ আয়াজ ও নেজাম উদ্দিনকে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করে রেব। শুনানী শেষে প্রত্যেককে ৭ দিন করে রিমান্ড মনজুর করেন বিচারক।