বাগেরহাটে শসার বাম্পার ফলন হয়েছে
- আপডেট সময় : ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বাগেরহাটে শসার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভাল দাম পাওয়ায় কৃষকের মুখে হাসিও ফুটেছে। প্রতিদিন এ জেলা থেকে শতাধিক ট্রাকে শসা যাচ্ছে দেশের বড় বড় শহরে। প্রয়োজনীয় নির্দেশনা মেনে আবাদ করায় ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে,কৃষি বিভাগ।
প্রতিদিন বাগেরহাটের বিভিন্ন গ্রাম থেকে কয়েক’শ টন শসা কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠায় ব্যবসায়ীরা। করোনা পরিস্থিতির মধ্যেও শসার বাম্পার ফলন ও ভাল দামে খুশি কৃষক। ফলনে এগিয়ে আছে জেলার চিতলমারী উপজেলা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় এবছর ৫০ হাজার টনের বেশি শসা উৎপাদন হবে। কোনো প্রকার দালাল ছাড়া সরাসরি ব্যবসায়ীদের কাছে বিক্রি করায় কৃষক লাভবান হচ্ছে বলে জানায়, সংশ্লিষ্টরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জানান, জেলায় সবজি চাষে বাড়তি জোড় দেয়া হয়েছে। কৃষকদের সব ধরণের কারিগরি সহযোগিতা ও বাজারজাত করণের পরামর্শ দেয়া হচ্ছে।
কৃষকদের লাভবান করতে সব ধরণের চেষ্টা রয়েছে বলে জানান, তিনি।



























