সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে আটক করেছে র্যাব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ থেকে সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে আটক করেছে র্যাব। দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, মো. আয়াছ, নুরুল আমিন ও নাজিম উদ্দিন। তাদের বিকেল ৪টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে রেব। সাংবাদিকদের এ তথ্য জানান কক্সবাজার রেব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান । তিনি জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় জড়িত সন্দেহে আটক তিনজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ নিয়ে মেজর সিনহা হত্যা মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়ালো ১২ জনে। এরমধ্যে দুজন এখন পলাতক রয়েছেন ।