চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন উইলিয়ান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চেলসি ছাড়ার ঘোষণা দিয়েছেন উইলিয়ান। একই দিনে স্ট্যামফোর্ড ব্রিজের দলটিকে বিদায় বলেছেন আরেক মিডফিল্ডার পেদ্রো রদ্রিগেস।
ভক্ত-সমর্থকদের উদ্দেশে লেখা এক খোলা চিঠিতে বিদায়ের ঘোষণা দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ান। ২০১৩ সালে তিন কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেয় উইলিয়ান। ক্লাবটিতে দ্রুত মানিয়ে হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। চেলসির হয়ে দুটি প্রিমিয়ার লিগ আর একটি ইউরোপা লিগসহ মোট পাঁচটি শিরোপা জিতেছেন উইলিয়ান। দুবার হয়েছেন ক্লাবের বর্ষসেরা ফুটবলার। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেলসিকে বিদায়ী বার্তা দেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রো। এর আগে গেলো জুলাইয়ে দলটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড নিশ্চিত করেন, ২০১৯-২০ মৌসুম শেষে ক্লাব ছাড়বেন পেদ্রো।



















