ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামছে ম্যানইউ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ এফসি কোপেনহেগেন। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
একই সময় বায়ার লেভারকুজেনের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিলান। নিজেদের দিনে অঘটন ঘটাতে পারে যে কোন দল। তাইতো ডেনিশ ক্লাব কোপেন হেগেনকে হালকা ভাবে নিতে চান না ম্যানইউ। তাই সেরা দল নিয়ে মাঠে নামবে রেড ডেভিলরা। একাদশে ফিরেছেন ফার্নান্দেস, পল পগবা ও রাশফোর্ডের মত তারকারা। দুই দলের সবশেষ দেখায় ২০০৬ সালে ম্যানইউকে ১-০ গোলে হারিয়েছিলো কোপেনহেগেন। অন্যম্যাচে দুই সাবেক চ্যাম্পিয়ন ইন্টার মিলান আর লেভারকুজেনের লড়াইটা হবে জামাট। উয়েফার টুর্নামেন্টে সবশেষ ২০০৩ সালে দুই ম্যাচের দুটিতে জয় পায় ইন্টার।




















