মল্লিকসরাইয়ের কয়েকটি বাড়ি হাজারো পাখির আবাসস্থলে পরিণত হয়েছে

- আপডেট সময় : ০১:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
মৌলভীবাজার শহরতলীর মল্লিকসরাইয়ের কয়েকটি বাড়ি পরিযায়ী, পানকৌড়ী, বকসহ হাজারো পাখির আবাসস্থলে পরিণত হয়েছে। রাত-দিন কলকাকলীতে মুখরিত এলাকার নতুন নাম হয়েছে পাখি বাড়ি। সন্তানের মতো নিরাপদে পাখিগুলোকে আগলে রেখেছেন বলে জানায়, স্থানীয় জনপ্রতিনিধি।
মৌলভীবাজার শহরতলির মল্লিকসরাই গ্রামের কয়েকটি বাড়ি এখন নানা রকম পাখির নিরাপদ আবাসস্থল। পরিযায়ী, কানকৌড়ী, বকসহ হরেক রকম পাখির কিচিরমিচির শব্দে তৈরি হয়েছে অন্য রকম পরিবেশ। গাছের ডালে পাখির বাসায় উঁকি দিচ্ছে নানান জাতের পাখি ছানা।
ছ’বছর আগে এই বাড়ির কোনো এক গাছে বাসা বেঁধেছিল সাদা বক। এরপর ঝাঁকে ঝাঁকে পাখি আসতে থাকে। এখন পাখি দেখতে প্রতিদিন ভিড় করছেন পাখি প্রেমীরা। বাড়ির বাসিন্দারাও আত্মীয়তার পরশে সেবা দিচ্ছেন অতিথি পাখিদের। পরিবেশ রক্ষায় সন্তানের মতো পাখিগুলোকে আগলে রেখেছেন বলে জানান, স্থানীয় এই জনপ্রতিনিধি।
বাড়ির আঙিনায় পাখির এমন অবাধ বিচরণ মানুষকে আরো দায়িত্বশীল করে তুলেছে বলে মনে করেন, এই পরিবেশবাদী।পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ আরও প্রকৃতিপ্রেমী হয়ে উঠবে বলে আশা করেন তারা।