নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সিফাতকে জামিন দিয়েছে আদালত
- আপডেট সময় : ১২:১০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৮৩১ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী রিফাতুল ইসলাম সিফাতকে জামিন দিয়েছে আদালত।
সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্ন্ ফারাহ এই জামিন আবেদন মনজুর করেন। একই সঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলী করে নতুন করে তদন্তভার রেবের কাছে দেয়ার আদেশ দেন বিচারক। মেজর সিনহা হত্যা মামলার আইনজীবি এডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুই মামলার আসামী ছিলো রিফাতুল ইসলাম সিফাত। যিনি হত্যকাণ্ডের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। এর আগে রোববার অপর সহযোগী শ্রিপ্রা দেবনাথকেও জামিন দেন রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন। ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ বাহারছড়া চেকপোস্টের সামনে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
















