টাঙ্গাইল, নেত্রকোনা, মৌলভীবাজার ও নারায়ণগঞ্জে ৪ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল, নেত্রকোনা, মৌলভীবাজার ও নারায়ণগঞ্জে চার’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং মির্জাপুর থানা পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার যুঁইযুঁথি ফিলিং স্টেশনের পাশের ডোবা থেকে গলাকাটা মরদেহ ও একটি মোটর সাইকেল উদ্ধার করেছে।
নেত্রকোনার দুর্গাপুরে নিখোঁজের একদিন পর রাইদুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে রাইদুলের খালাতো ভাই রূপচান সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এ সময় সে পানিতে ডুবে যাচ্ছিল। এসময় রাইদুল তাকে বাচাতে নদীতে নামে। তখন সে পানির নিচে তলিয়ে যায়। বিকেলে ডুবুরি দল এসেও তাকে উদ্ধার করতে পারেনি।সকাল ১১টার দিকে তার মরদেহ পানির উপর ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তরমুড়ি গ্রামে রফিক মিয়া নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি ডোবা থেকে আশুমোল্লা নামে হাত-পা বাঁধা এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহম্পতিবার রাতে বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হন তিনি।




















