করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জনসহ চার জেলায় ৭ জনের মৃত্যু

- আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় ৪ জনসহ চার জেলায় ৭ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। মৃতরা হলেন, আবুল কাসেম, রাজিয়া বেগম, আবদুল ওয়াদুদ ও তাছলিমা বেগম। তারা সবাই বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।গেলরাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত আমজাদ হোসেনের বাড়ি আলমডাঙ্গার পারদূর্গাপুরে। তিনি গত এক সপ্তাহ ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গেলোরাতে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এনিয়ে সাতক্ষীরা জেলায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন ৫৬ জন।
এদিকে, ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।