মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর নামে একজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর মাতুব্বর নামে একজন নিহত হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের কাবিলপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এলাকাবাসী জানায়, পাট জাগ দেবার জন্য কচুরীপানা সংগ্রহ নিয়ে জাহাঙ্গীর মাতুব্বরের সাথে প্রতিবেশী বাচ্চু মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে টেঁটার আঘাতে জাহাঙ্গীর মাতুব্বর মারা যায়। আহত হয় আরও ৭ জন। সংঘর্ষের খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।