প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীসহ ৩ জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়া এলাকা থেকে অস্বুস্থতা ও প্রেমের ফাদে ফেলে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অসুস্হ্যতার কথা বলে এবং মোবাইলে কথা বলে প্রতারনা করে মানুষের কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নিচ্ছিল। পাশাপাশি নগ্ন ছবি তুলে ব্লাক মেইল করছিল। এমন সংবাদের ভিত্তিতে গেল রাতে শহরের ব্যাপারী পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকাসহ সুমী, প্রদ্যুৎ কুমার ও তন্নীকে আটক করে পুলিশ। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলা হয়েছে।