জয় দিয়েই সুপার লিগের শুভসূচনা করলো স্বাগতিক ইংল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
জয় দিয়েই সুপার লিগের শুভসূচনা করলো স্বাগতিক ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ইংলিশরা। আইরিশদের দেয়া ১৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২২ ওভার ১ বল হাতে রেখে লক্ষ্যে পৌছায় ইংল্যান্ড।
লম্বা বিরতির অবসান ঘটিয়ে ১৩৯ দিন পর মাঠে ফিরে ওয়ানডে ক্রিকেট। প্রত্যাবর্তনের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। ডেভিড উইলি আর সাকিব মাহমুদের বোলিং তোপে সুবিধা করতে পারেনি আইরিশ ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৯ রান করেন কার্টিশ চাম্পার। ম্যাচ সেরা উইলি ৫ আর সাকিব মাহমুদ নেন ২ উইকেট। জবাবে দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারালেও, সাম বিলিংস আর ইয়ন মরগানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। বিলিংস ৬৭ রান আর ৩৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মরগান। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে দু’দল।