ঈদ যাত্রায় শেষ সময়ে রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ঈদ যাত্রায় শেষ সময়ে রাজধানীর সদরঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বেড়েছে। তুলনামূলক স্বস্তিতেই লঞ্চযোগে বাড়ি ফিরতে নৌ-পথকে বেছে নিচ্ছেন যাত্রীরা।
সদরঘাট ঘুরে দেখা যায়, ঘরমুখো যাত্রীদের নিয়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। লঞ্চে যাত্রীদের ভিড় লক্ষণীয়। পাশাপাশি একই গন্তব্যের জন্য একাধিক লঞ্চ নোঙর করা রয়েছে। এদিকে সদরঘাট টার্মিনাল ছেড়ে যাওয়া হুলারহাট, পিরোজপুর, ভাণ্ডারিয়া, শরীয়তপুর, বরগুনা, ভোলা, চরফ্যাশন, দুমকি, আমতলীসহ বেশ কয়েকটি রুটের লঞ্চে ছিল যাত্রী বোঝাই। এছাড়া বরিশালগামী প্রত্যেকটি লঞ্চেও দেখা গেছে একই চিত্র।