আসিয়ান’র পক্ষ থেকে পিপিই এবং একটি ভেন্টিলেটর পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রদান

- আপডেট সময় : ০৭:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আসিয়ান ঢাকা কমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী হিসেবে পিপিই এবং একটি ভেন্টিলেটর পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রদান করা হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন ভিয়েতনামের রাষ্ট্রদূত এবং আসিয়ান ঢাকা কমিটির বর্তমান চেয়ারম্যান ফাম ভিয়েট চিয়ান ।
অনুষ্ঠানে আসন্ন চেয়ারম্যান থাইল্যান্ডের রাষ্ট্রদূত অরুনরং ফোথং হামফ্রেস এবং ব্রুনাই দারুস সালামের হাই কমিশনার হাজী হারিস বিন ওথম্যানও উপস্থিত ছিলেন। উপকরণ গ্রহণ করে পররাষ্ট্র সচিব মোমেন তাদের মহৎ উদ্যোগের জন্য আসিয়ান ঢাকা কমিটিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভৌগলিক, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক নৈকট্যের কারণে বাংলাদেশ এবং আসিয়ান দেশের মানুষ একে অপরের সাথে একত্রে মিশে গেছে। বাণিজ্য, বিনিয়োগ, বিদেশের কর্মসংস্থান এবং উচ্চতর পড়াশোনার কারণে আসিয়ান দেশগুলো গুরুত্ব অর্জন করছে। আসিয়ান ট্রয়কার পক্ষ থেকে এসময় থাই রাষ্ট্রদূত বক্তব্য রাখেন।