ইনজুরিতে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন কিলিয়ান এমবাপ্পে

- আপডেট সময় : ০৯:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ইনজুরিতে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। যার কারণে খেলা হচ্ছে না চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচ।
করোনাভাইরাসের কারণে মাঝ পথে নিষ্পত্তি হয় ফরাসি লিগের। তাই দীর্ঘ বিরতিতে ছিলেন প্যারিস সেইন্ট জার্মেই’র ফুটবলাররা। গেলো শুক্রবার ফ্রেঞ্চ কাপের ফাইনাল দিয়ে করোনার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরে পিএসজি। সেই ম্যাচেই অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েন এমবাপ্পে। এর প্রভাবে ১২ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আটালান্টার বিপক্ষে খেলা হচ্ছে না ২১ বছর বয়সী ফরাসি তারকার। তবে, পিএসজি শেষ চার নিশ্চিত করতে পারলে, ১৮ আগস্টের ম্যাচে মাঠে নামার সম্ভাবনা আছে এমবাপ্পের। এদিকে, ইনজুরিতে পরেছেন জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালাও। তবে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দেখা যেতে পারে এই আর্জেন্টাইনকে। ৮ আগস্ট শেষ ষোল’র ম্যাচে লিও’র মুখোমুখি হবে তার দল জুভেন্টাস।