সাড়ে তিন হাজার পরিবারের মাঝে নৌবাহিনীর ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনায় কর্মহীন হয়ে পড়া চট্টগ্রামের কাপ্তাই লেকের ভেতরে দুর্গম পাহাড়ে বসবাস করা প্রায় সাড়ে তিন হাজার পরিবারের মাঝে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনীর সদস্যরা।
সকাল থেকে দিনভর এই কর্মসুচি পরিচালনা করেন বানৌজা শহীদ মোয়াজ্জেম ঘাটির সদস্যরা। কর্মসুচী চলাকালে সামাজিক দুরত্ব বজায় রাখা, যে কোন ধরণের জনসমাগম সিমিতকরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলতে দুর্গম এলাকার বাসিন্দাদের উদ্বুদ্ধ করেন নৌবাহিনীর সদস্যরা।করোনার কারণে দীর্ঘদিন কর্মহীন থাকা দরিদ্র মানুষেরা ঈদের আগে এই উপহার সামগ্রী হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন।