সাবেক ছাত্রদল নেতা শফিউল বারী বাবু আর নেই
- আপডেট সময় : ০১:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক দল সভাপতি, সাবেক ছাত্রদল নেতা শফিউল বারী বাবু আর নেই। মঙ্গলবার রাত ৪টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।
প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় সোমবার দুপুরে বাবুকে প্রথমে ধানমন্ডির আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পরে রাত দেড়টায় তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা তার কফিনের পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে তার কফিন বিএনপির পতাকা দিয়ে ঢেকে দেন বিএনপি মহাসচিব। এরআগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শফিউল বারী বাবুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় লক্ষ্মীপুরে।





















