ঘুর্ণিস্রোত ও নাব্য সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত

- আপডেট সময় : ১২:৫৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
পদ্মায় ঘুর্ণিস্রোত ও নাব্য সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহীসহ কয়েক’শ যানবাহন।
পাটুরিয়ায় যানবাহনের চাপ বাড়ছে। সকাল থেকেই ঘাটে দীর্ঘসারিতে যানবাহন দাড়িয়ে থাকতে দেখা গেছে। রাতে যাত্রীবাহি বাসপার করা হলেও সকালে শত-শত পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে যায়। অপরদিকে পাটুরিয়া – আরিচা সংযোগ মোড়ে ২ কিলোমিটার যানজট লেগে যায়। সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া টার্মিনালে ৩ শতাধিক ট্রাক, ৩০-৪০ টি বাস আর পাটুরিয়া- আরিচা সংযোগ মোড়ে শত শত যানবাহন আটকে আছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বলেন, সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোতে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে
এদিকে, পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে তীব্র ঘূর্নি স্রোত অব্যাহত রয়েছে। পদ্মা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে, পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে ঘাটের পল্টুনগুলো। কাঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ৭ থেকে ৮টি ফেরি কোনমতে সীমিত যানবাহন নিয়ে চলাচল করছে। ফেরিগুলো ধারণ ক্ষমতার অনেক কম যানবাহন নিয়ে প্রায় ৫ কিলোমিটার ভাটিতে ঘুরে বিকল্প চ্যানেল দিয়ে ফেরি পারাপার হচ্ছে। এতে ফেরি পারাপারে দ্বিগুনেরও বেশি সময় লাগছে। তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে রাতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। ফলে ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।