করোনায় শিশুদের জন্য মসজিদে নববী ও সামনের চত্বরে প্রবেশ নিষিদ্ধ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:০০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৬৭১ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ ও বিস্তার রোধে শিশুদের জন্য মসজিদে নববী ও সামনের চত্বরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার মসজিদ প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করে। সেই সঙ্গে মসজিদে নববীতে যাদের প্রবেশের অনুমতি রয়েছে, তারা পানি ছাড়া খাবার জাতীয় কোনো কিছু নিজেদের সঙ্গে নিতে পারবেন না। এদিকে মসজিদে নববীসহ সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদগুলোতে ৩১ মে থেকেই জামাতের সঙ্গে নামাজ আদায় করা হলেও মক্কার মসজিদে হারামকে সাধারণ মুসল্লিদের জন্য এখনও উন্মুক্ত করা হয়নি। এমনকি অনুমতিপ্রাপ্ত ১০ হাজার হজযাত্রী ছাড়া অন্য কেউ মসজিদে হারাম এবং মাশায়েরে মুকাদ্দাসা বা মিনা,মুজদালিফা এবং আরাফার পথ দিয়ে গাড়িতে বা হেঁটে যাতায়াত করতে পারবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এ নির্দেশনা অমান্য করলে গুনতে হবে ১০ হাজার সৌদি রিয়াল।